বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

পবিপ্রবিতে হলে তোলাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ 

পবিপ্রবি প্রতিনিধি

পবিপ্রবিতে হলে তোলাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে। সংঘর্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ১৫টি রুমে ভাঙচুর চলে।

গত শনিবার রাত ৭ টা থেকে ১০টা পর্যন্ত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে জুনিয়র শিক্ষার্থীদের রুমে তোলা নিয়ে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের দুই গ্রুপ। 

সংঘর্ষের একপর্যায়ে বিভিন্ন হল থেকে ছাত্রলীগের দুই গ্রুপের কর্মীরা এসে সংঘর্ষের মাত্রাকে আরও বাড়িয়ে দেয়। সংঘর্ষে বঙ্গবন্ধু হলের ‘সি’ ব্লকের ১৫টি রুমের দরজা-জানালা ভাঙচুর করা হয়। 

রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও সিনিয়র ছাত্রনেতা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপ সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে। 

পবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেক বলেন, আমি ক্যাম্পাসের বাইরে ছিলাম। যতটুকু শুনেছি হল রুমে ওঠা নিয়ে শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়েছে, যেটা পরে প্রক্টর ও প্রভোস্ট স্যারের হস্তক্ষেপে সমাধান হয়। তবে কেউ যদি দোষী হয়, অবশ্যই ক্যাম্পাস প্রশাসন তার বিচার করবে বলে আমরা দাবি রাখি। 

পবিপ্রবি ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগর তার বক্তব্যে বলেন, নৈরাজ্য ও অরাজকতা এবং রুম ভাঙার জন্য কারা দায়ী, তা খুঁজে বের করে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে। 

এ বিষয়ে বক্তব্য নিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. জাহিদ হাসানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।

টিএইচ